ভালোবাসি তোমাকে
-সুমিত ভৌমিকদিনশেষে কালো আস্তরণে,
নিশিতের আওয়াজে ঢেকে যাই তারা দুজনে,
চারিদক নিশ্চুপ,
একে-অপরকে ভালোবাসতে দেয়
যে তারা ডুব,
অন্ধকারাচ্ছন্ন ছোট্ট ঘরটিতে ।।
রাতভর তারার দলের সাথে,
জোনাকিরা আলো দেয় ভালোবাসার খেলাঘরে,
প্রেমিক বলে-"তুমি আমি নিশাচর",
প্রেমিকা বলে-"আজ চাঁদমামাও যে অকাতর",
তারি মাঝে ঝি ঝি দের কলরবে,
দুটি শরীর ও মন একটি হতে এগিয়ে চলে ।।
রাত্রি শেষে ভোরের কুয়াশায়,
হাতে হাত রেখে, দুজনেই ফুলের গন্ধে মাতোয়ারায়
চিবুকে আলতো শিহরণ জাগে,
হাতের আঙ্গুল একে-অপরের আরও কাছে আসে,
কানে কানে তারা বলে,
-খুব ভালোবাসি তোমাকে ।।
Also visit for Hd Image:-
Download Bengali Kobita Full Hd Image
No comments:
Post a Comment